বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

মরণ ব্যাধি বাসা বেধেছে শারমিনের শরীরে সে বাচতে চায়

ধামইরহাট  প্রতানিধিঃ দুনিয়ার সুখ-শান্তি ভোগ বিলাসিতা হয়তো জীবনে আছে কিনা তাই নিয়ে সন্দিহান মরণব্যাধিতে আক্রান্ত শারমিন। নওগাঁর ধামইরহাট উপজেলার নেউটা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী শারমিন সুলতানা (১৯)। গত ১ বছর যাবৎ শারমিন হৃদরোগে ভুগছে এবং তার পিতা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। লক্ষ লক্ষ টাকা ব্যায়ে চিকিৎসা করার সাধ্য অসহায় পিতার নেই। জ্ঞান ক্ষমতা স্বাভাবিক হলেও শারীরিক প্রতিবন্ধকতা থাকায় সে পড়া-লেখায় কিছুটা পিছিয়ে থাকতে হয়েছে, সকলের সামান্য আর্থিক সাহায্যে শারমিনেরর চিকিৎসায় কল্যান বয়ে আনতে পারে, এমনটাই মনে করছেন সুধীমহল। ভুক্তভোগী শারমিনের পরি সকলের  কাছে আর্থিক সাহায্য চেয়েছেন বিকাশ একাউন্ট ০১৭১৪ ৬০৬৬৫১

ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

ধামইরহাট  প্রতিনিধি: ধামইরহাটে ১ এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১ এপ্রিল সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমি সেবা বিষয়ক বিশেষ আলোকপাত করেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. আলপনা ইয়াসমিন। এ সময় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ধামইরহাট থানা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ বক্তব্য রাখেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনলাইনে নামজারী ও বিভিন্ন সেবা চালু করা হয়েছে মর্মে সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন জানান।

সাপাহারে  এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে বহিষ্কার-৩

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৩টি কেন্দ্রে প্রথম দিনে এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।  উপজেলার  সরকারী ডিগ্রী কলেজ , চাঁন মোহাম্মদ মহিলা কলেজ ও শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ  তিনটি কেন্দ্রে প্রথম দিনে ১২৫৩ পরীক্ষার্থীর মধ্যে  ১২৩৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

অপর দিকে শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে নকল করার অপরাধে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার  কল্যাণ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335