বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

বানারীপাড়ায় আ্যালামনাই’র পুরস্কারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উচ্ছসিত শিক্ষার্থীরা॥

 

মোঃ সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বানারীপাড়ায় ইউনিয়ন ইনষ্টিটিউশন মডেল বিদ্যালয়ের ১২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিদ্যালয়টির প্রাত্তণ ছাত্র-ছাত্রীদের সংগঠন আ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১ এপ্রিল রোববার সকালে বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহর করে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে,তাদেরকে নগত অর্থ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুরস্কার হিসেবে দেয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রত্যেক শিক্ষার্থীকেই পুরস্কৃত করা হয় আ্যালামনাই এসোসিয়েশন’র পক্ষ থেকে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যাপিঠটির সাবেক প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী খাঁন,অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল,সংগঠনের অন্যতম আজীবন সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,শেখ শহিদুল ইসলাম,যুগ্ম-সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার,ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,মোঃ আশিকুল ইসলাম আজাদ সিআইপি,প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক কামরুল ইসলাম সেলিম,যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন শাহিন,প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম বেল্লাল,ছাত্রলীগ নেতা হায়দার আলী প্রমূখ। উল্লেখ্য আ্যালামনাইর পক্ষ থেকে দেয়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছাসিত হয়েছে। তারা সংগঠনটির কাছে প্রত্যাশা করেছে বিভিন্ন জাতীয় দিবসে আ্যালামনাই যেন অনুষ্ঠানের আয়োজন করে।

 

বানারীপাড়ায় মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন’র ১২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বানারীপাড়ায় ঐতিহ্যবাহী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন(পাইলট) স্কুলের ১২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক প্রধান শিক্ষক আক্কাস আলী খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আঃ হাই বখ্শ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও অভিভাবক সদস্য সুব্রত লাল কুন্ডু,পৌর আওয়ামীলীগের সম্পাদক ও অভিভাবক সদস্য শেখ শহিদুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আঃ রহমান,প্রেসক্লাব সভাপতি ও অভিভাবক সদস্য রাহাদ সুমন, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,এস এস প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুল ইসলাম আজাদ সি আইপি প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক কামরুল ইসলাম সেলিম,যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন শাহিন,প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম বেল্লাল,ছাত্রলীগ নেতা হায়দার আলী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335