শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

দেশের ‘মুক্তিযুদ্ধ পর্যটন’ প্রসারে বগুড়া ট্যুরিস্ট ক্লাবকে কাজ করে যেতে হবে -এডিসি রায়হানা ইসলাম

 

বগুড়া সংবাদদাতাঃ সগতকাল ‘বগুড়া ট্যুরিস্ট ক্লাব’-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বগুড়া জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম বলেন, অন্যান্য পর্যটনের পাশাপাশি দেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক পর্যটনের প্রসার ঘটাতে হবে। ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের প্রতস্ত অঞ্চলের বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের ইতিহাস দেশ-বিদেশের মানুষের মাঝে তুলে ধরতে হবে। দেশে ৭১-এর গণহত্যা সহ দুই লাখ মা-বোনের ইজ্জত হরণের আদপান্ত প্রামাণ্যচিত্র সংগ্রহ করে তা প্রকাশ করতে হবে। দেশে মুক্তিযুদ্ধ পর্যটন বিকাশের গুরুদায়িত্ব বগুড়া ট্যুরিস্ট ক্লাবের নেতৃবৃন্দ সহ দেশের আপামর তরুণ সমাজের হাতে তুলে দিয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে সরকার সহ স্থানীয় প্রশাসন বগুড়া ট্যুরিস্ট ক্লাবকে সকল ধরণের সহযোগিতা করবে।

সংগঠনের সমন্বয়ক তারেক হাসান শেখ পাপ্পু’র সভাপতিত্বে বিকেল ৪টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্ত্তী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, বাংলাদেশ ফামজ-এর সভাপতি গোলাম আজম টিকুল, বগুড়া জেলা পিকআপ মালিক সমিতির সাঃ সম্পাদক মোশারফ বুলবুল, সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগ’র যুগ্ন আহবায়ক টিপু সুলতান, যমুনা নিউজ বিডি’র সম্পাদক মামুনুর রশিদ সাইন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান আটিএন শাহীন কাদির, বিটিসি সাঃ সম্পাদক আইযুব আলী, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল রাফেল, মিজু হাবিব, টুকটুক হাসান শেখ, শাপলা খাতুন, রাহাতুল আলম রাহাত, সাব্বির আহম্মেদ, তাপস কুমার সাহা, গৌতম চক্রবর্ত্তী, বিপ্লব কুমার সাহা, এ্যাড. এরফানুল মাহফুজ, বিটিসি বগুড়া আজিজুল হক কলেজ যুগ্ম আহবায়ক সাকিব আল হাসান প্রমূখ। আলোচনা সভার শেষে কেক কর্তন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335