gtbnews
- ২৫ মে, ২০১৭ / ৩৬৮ বার পঠিত
২৫ মে সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ১৪নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মিরপুরের শেওড়াপাড়ার হাজী আশ্রাফ আলী হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন সারা বিশ্বের কাছে এক রোল মডেল। যুবলীগ শেখ হাসিনার আর্দশের রাজনীতি বিকশিত করতে কাজ করে চলেছে।
ফারুক আরও বলেন, আমি যুবলীগের দায়িত্ব নেওয়ার পর যুবলীগকে নতুন চিন্তায় তারুণ্যের উদ্দীপ্ত সংগঠন হিসেবে কাজ করে চলছি। বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমীতে বই, পোষ্টার, প্রদর্শনী ছাড়াও তারুন্যকে মনোযোগী করছি শিল্পসংস্কৃতিতে।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিশ্বের রোল মডেল হিসেবে চেনানোর জন্য গবেষক দল গঠন করেছি। এই টিম শুধু বাংলাদেশে নয় বিশ্বের ৩৯ টি দেশে কাজ করেছে। বিদেশে আইনজীবী, সাংবাদিক, অধ্যাপকসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কর্মশালার মাধ্যমে মত প্রকাশ করেছে এই টিম।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে নজিরবিহীন ভাবে শান্তিপূর্ন উপায়ে সংকট নিরসনের পথ দেখিয়েছেন বিশ্বকে। সবার মতামত পাওয়ার পর আমরা জাতিসংঘে গিয়ে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভাবনা গুলো উপস্থাপন করেছি। শেখ হাসিনা আজকে সারা বিশ্বের গর্বিত নেত্রী। জাতিসংঘে ১৯৪টি রাষ্ট্র জনগনের ক্ষমতায়ন নিয়ে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশীদ, ঢাকা-১৫ আসনের এমপি আলহাজ্ব কামাল আহম্মেদ মজুমদার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, উদ্বোধন করবেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল, প্রধান বক্তা মোঃ ইসমাইল হোসেন, সহ সভাপতি বাদল মহসিন, হাজী মোঃ সাবুল বাশার, আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, সভায় সভাপত্বিত্ত করেন এইচ. এম. মাহবুবুর রহমান, সভা পরিচালনা করেন কেন্ত্রীয় যুবলীগের সহ সম্পাদক কাজী সরোয়ার হোসেন।