শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল ইন্টারনেট

ঢাকা: রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে সারা দেশে ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ। দুপুর ১ টা ১৫ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ।

এর আগে বিটিআরসির একটি সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়া হচ্ছে। এর কিছুক্ষণ পরেই এই চারটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ার পাশাপাশি ইন্টারনেট সংযোগই বন্ধ করে দেয়া হয় আমাদের বিভাগীয়, জেলা এবং উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, দুপুর সোয়া একটা থেকে দেশের কোথাও কেউ ইন্টারনেটে প্রবেশ করতে পারেনি। এ নিয়ে দেশবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এ বিষয়ে একাধিক মুঠোফোন অপারেটর বিটিআরসির এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন। তারা জানান বুধবার দুপুরে বিটিআরসি থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে লিখিত আদেশ পাঠানোর কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংস্থাটি।

চলতি বছরের জানুয়ারিতে বিএনপির অবরোধ কর্মসূচি চলার সময় ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে ভাইবার, ট্যাংগো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের পাঁচটি অ্যাপসের সেবা বন্ধ করে দেয় সরকার। তখন বলা হয়েছিল, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এসব অ্যাপস ব্যবহার করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত বা বন্ধ করার বিষয়ে চলতি মাসের শুরুর দিকে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডস থেকে ফিরে গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে জঙ্গি অর্থায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতে জটিলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল করেছি। এর শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। আমরা থ্রি-জি ও ফোর-জিতে চলে গেছি। এ কারণে জঙ্গিরা ইন্টারনেট, ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। সে জন্য আমাদের চিন্তাভাবনা আছে, যদি খুব বেশি ব্যবহার করে হয়তো একটা সময়ের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ করে দেব। এই লিংকগুলো (জঙ্গি অর্থায়নের সূত্র) যাতে ধরা যায়।’

১১ নভেম্বর জাতীয় সংসদেও একই ধরনের বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসীদের কোনোভাবে সহ্য করা হবে না। কিছুদিনের জন্য হলেও এটা বন্ধ করে সন্ত্রাসীদের যাতে ধরা যায় সে পরিকল্পনা সরকারের রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে সন্ত্রাসীদের চিহ্নিত করে ধরা হবে।’

এদিকে গতকাল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বিটিআরসি পরিদর্শনে গিয়ে তারানা হালিম বলেন, ‘ ফেসবুকে আপত্তিকর পোস্ট বন্ধ করতে ফেসবুকের সঙ্গে চুক্তি করতে উদ্যোগ নিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335