রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

নির্বাচন গ্ৰহণের বিভিন্ন প্রস্তুতি আরো আগেই সম্পন্ন করা হয়েছে -নির্বাচন কমিশনার  

নেত্রকোনা প্রতিনিধি:-  নির্বাচন গ্ৰহণের বিভিন্ন প্রস্তুতি আরো আগেই সম্পন্ন করা হয়েছে। নতুন করে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে আইনগত দিক বিবেচনা করে দেখতে হবে বলেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার(৪ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেছেন।

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর আরো বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যেটুকু প্রয়োজন তা নির্বাচন কমিশন করবে। এ নিয়ে কারো কোনো দ্বিমতের সুযোগ নেই। এখন এসব কথা বলে কি লাভ। ইতোমধ্যে কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব প্রস্তুতি শেষ হয়েছে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,  ‘বিদেশিরা সবসময় ওরা আমাদের বন্ধু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের আর কোনো চাপ নেই। অনেক সময় তারা কিছু পরামর্শ দেয়। ভালো মনে হলে তাদের পরামর্শ  আমরা গ্রহণ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে  বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান পরিস্থিতিতে  খুব খুশি হয়েছেন।

নির্বাচন কমিশনার এর আগে জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজের সভাপতিত্বে সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসায়, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

বিজয় চন্দ্র দাস, নেত্রকোনা প্রতিনিধি,০৪/১২/২৩

01772179282

()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335