শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

বায়ু দূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম ঢাকা

বায়ু দূষণের শীর্ষে আজ ভারতের দিল্লি। অপরদিকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।

শনিবার দুপুর ১২টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ৪১৭ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং লাহোর। শহর দু’টির স্কোর ২৪০ ও ২২২ । সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। মুম্বাইয়ের স্কোর ১৬৯।

 

পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। স্কোর ১৬৭ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335