শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে বিএনপি নেতাসহ দুজনের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি এক বিএনপি নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরা (৪৫) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন। অন্যজন হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে জহিরুল হক ভূঁইয়া (৭০)। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূঁইয়া। এ সময় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গতকার ভোরে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়া মারা যান। তিনি আরও জানান, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতারকৃত আসাদুজ্জামান খান হিরা এ কারাগারে বন্দি ছিলেন। তাকে গাজীপুর জেলা কারাগার থেকে ১০ নভেম্বর এখানে স্থানান্তর করা হয়। গতকাল তিনি কারাগারের ভিতর বুকে ব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। নিহতের পরিবার জানায়, গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আসাদুজ্জামান।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়েছিলেন তিনি। সমাবেশে যাওয়ার পর তারা জানতে পারেন তিনি গ্রেফতার হয়েছেন। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335