শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

পীরগঞ্জে রিসিভার নিয়োগকৃত জমি প্রকৃত মালিককে দেয়া হলো।

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের একটি বিতর্কিত মালিকানার রিসিভার নিয়োগকৃত জমি গতকাল মঙ্গলবার প্রকৃত মালিককে বুঝে দেয়া হয়েছে। পীরগঞ্জ থানার দারোগা লোকেশ গতকাল মঙ্গলবার সকালে ওই জমির প্রকৃত মালিক নিয়ামতপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শামসুর রহমান,মশিউর রহমান ও মামুদুল কে বুঝে দেন।

জমি বুঝে নেয়ার পরপরই ওই জমিতে আমন চারাও রোপন করেন তারা। জানা গেছে,পৌরসভার নিয়ামতপুর গ্রামের ৭২ খতিয়ানভুক্ত ২৩০ দাগের ২৫ শতকের মধ্যে সাড়ে ১২ শতক জমি প্রতিপক্ষ জুলফিকার আলী গংরা নিজেদের দাবি করে মামলা করে। টানা ৩ বছর মামলা চলার পর গত ১২ জুলাই রংপুরের অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট মোজাম্মেল হক রাসেল ওই জমি বিবাদীদের কাছে বুঝে দেয়ার নির্দেশ দেন আদালতের নির্দেশ পাবার পর পীরগঞ্জ থানার পুলিশ গতকাল মঙ্গলবার প্রকৃত মালিককে আনুষ্ঠানিকভাবে বুঝে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335