বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

সৈয়দপুরে মাসব্যাপী মেলার বিরুদ্ধে প্রতিবাদ

মোঃ মাসুদুর রহমান সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সৈয়দপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের নামে সন্ধ্যা ৭:৩০ মিনিট পুলিশ বক্স মোড়ে  ফাইভস্টার মাঠে মাসব্যাপী মেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন।সহ সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদ।সহ সভাপতি মোঃ মোনায়মুল হক। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিটলার চৌধুরী ভলু। আওয়ামী লীগের অন্যতম নেতা অধ্যাপক শাখাওয়াত হোসেন খোকন। সমাবেশ সভায় সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু।তারা বক্তব্যে বলেন বর্তমান বিশ্বে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গোটা বিশ্বে টালমাটাল অবস্থা। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমান বিদ্যুৎ উৎপাদন করতে বিভিন্ন দেশে থেকে আমদানি করতে হচ্ছে এ মুহূর্তে মাসব্যাপী মেলার যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ খরচ হবে।যারফলে শহরে এবং কলকারখানায় বিদ্যুৎতের সমস্যা বেড়ে যাবে। ছিনতাইকারী ও চূরির প্রকোপ বেড়ে যাবে। তাই এই মেলা না করার জন্য জোর দাবি জানান। সামনে আসছে ঈদ এসময় ২০০ দোকান মাসব্যাপী মেলার মধ্যে ভাড়া দেওয়া হয়েছে। এই অবস্থায় অনেক ব্যবসায়ী অভিযোগ করেন নেতৃবৃন্দের, তারা বলেন এভাবে মাসব্যাপী মেলা চললে আমাদের বাবসার অপূরণীয় ক্ষতি সাধন হবে। আমারা অনেকেই দোকান ভাড়া, খাজনা, পরিশোধ করতে হিমশিম খেতে হবে। নেতৃবৃন্দরা আরও বলেন দীর্ঘদিন ধরে এই খেলার মাঠ বন্ধ রাখায় অনেকেই খেলতে পারছে না।তাতে করে অলস সময়ে কেও বিপথগামী হয়ে নেশায় আসক্ত হতে পারে। সমাবেশে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং বিপুল সংখ্যক জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করে নেতৃবৃন্দের বক্তব্য শুনেন ও এই মেলা বন্ধ করার সমর্থন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335