শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে প্রতিষ্ঠান প্রধান পরিষদের অভিষেক ও কমিটি  গঠন

মিজানুর রহমান প্রধান (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার বি.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে এক মতবিনিময় সভায় ৫৪ জন (সদস্য) প্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে ২৪ সদস্য’র কার্যনির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে মো. আবু বক্কর সিদ্দিক (পঁচারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়) কে সভাপতি ও ননী গোপাল রায় (বি.এম বালিকা উচ্চ বিদ্যালয়) কে সম্পাদক নির্বাচিত করা হয়। অভিষেক অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পঁচারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ বি.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু। মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ, প্রতিষ্ঠান প্রধান পরিষদের জেলা শাখার আহবায়ক মাহবুব আল প্রমাণিক, সদস্য সচিব রবিউল ইসলাম।
গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) ননী গোপাল রায় এর সার্বিক তত্ত্বাবধানে ও কোমরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায়   শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- কামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী (সহ-সভাপতি); মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ (সহ-সাধারণ সম্পাদক); বারটিকটি সৈয়দ খাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান (সহ-সাধারণ সম্পাদক); নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক রকেট (সহ-সাধারণ সম্পাদক); নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আশরাফুল আজাদ (সাংগঠনিক সম্পাদক); পারগয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম (সহ-সাংগঠনিক); রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা রহমান (সদস্য); সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রওশন হায়দার (সদস্য); বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রন কুমার সরকার (সদস্য); বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম (সদস্য) প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নব-নির্বাচিত প্রধানগণ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন বৈষম্য নিরসন, উচ্চতর গ্রেডপ্রাপ্তি ও মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি বাস্তবায়নে সংগঠনটি যুগোপযোগী পদক্ষেপে অংশ নিবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335