শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা: পুলিশের ওপর হামলার অভিযোগে ৬৩৬ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ এনে নগরীর চান্দগাঁও থানায় ৬৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (২৯ মে) ভোর ৪চারটার দিকে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলায় ৩৬ জন বিএনপি নেতাকর্মীকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তবে বিএনপির নগরীর শীর্ষ নেতাদের আসামি করা হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, রোববার পদযাত্রা কর্মসূচি থেকে বহদ্দারহাট এলাকায় পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে রোববার বিকালে পদযাত্রা করেন দলটির নেতাকর্মীরা। পদযাত্রা কর্মসূচি নগরের বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে ফুলকলি, রাহাত্তারপুল, এক কিলোমিটার, চাঁন্দগাঁও থানা হয়ে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335