শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জ পানি সম্পদ প্রকল্পের সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় টাকিমারী বিল পাবসস সমিতির সদস্যদের দিনব্যাপি শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ২৪ মে বুধবার চিকাজানী ইউনিয়নের ভেলামারী বাজারের অন্তর্গত দক্ষিণ টাকিমারী হাফেজিয়া মাদ্রাসা মাঠে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় ।
চিকাজানী ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের সমাজবিজ্ঞানী এবং জাইকা প্রকল্পের কর্মকর্তা দীপক কুমাড় সরকারের সঞ্চালনায়  উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাহী প্রকৌশী সাহেদুজ্জামানের অবর্তমানে  অনুষ্ঠানের বিশেষ অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা প্রধান অতিথির আসনগ্রহণ করে মূল্যবান বক্তব্য রাখেন । বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ, উপজেলা মৎস অফিসার শফিউল আলম, উপজেলা সমবায় অফিসের সহকারী প্রদর্শক সালমা বেগম, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম আকা ,ইউপি সদস্য আতিকুল ইসলাম আনম, আব্দুস ছালাম,আনোয়ার হোসেন মাক্কু । কর্মশালায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন । সমিতির নেতারা জানান, চিকাজানী ইউনিয়নের বন্যা প্রতিরোধে জামালপুর ০১ আসনের মাননীয় এমপি আবুল কালাম আজাদের  জোর তৎপরতায় জাইকার অর্থায়নে টাকিমারী বিল পাবসস লিমিটেডের মাধ্যমে সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে প্রায় ৫ কিলোমিটার বেরিবাঁধ নির্মিত হচ্ছে । যেখানে বন্যার পানি নিয়ন্ত্রণ করার জন্য ৩ টি সুইচগেট থাকবে যা দিয়ে ইচ্ছেমত পানি নিয়ন্ত্রণ করা যাবে এবার বন্যার আগেই এই প্রকল্পের কাজ শেষহবে বলে জানা যায় ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335