বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

আদমদীঘিতে ভূমিহীনদের গৃহ প্রদান সংক্রান্ত ইউএনও’র সংবাদ সম্মেলন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান ৪র্থ পর্যায়ে সারা দেশ ব্যাপী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠান ও আদমদীঘিতে গৃহ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে গতকাল সোমবার সকালে নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় যাচাই-বাছাইয়ে ২৫৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ১৭০ টি গৃহহীনদের প্রধানমন্ত্রী উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে উপজেলায় ১০০টি পরিবার, ২য় পর্যায়ে ২৫টি ও ৩য় পর্যায়ে ৪৫টি পরিবারের মাঝে উপহারের ঘর প্রদান করা হয়েছে।

এছাড়াও প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে গভীর নলকূপের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশ ব্যাপী ৪র্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধনের মধ্য দিয়ে বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোটআখিড়া গ্রামে ৯টি,কোমারপুর গ্রামে ১৬টি,নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামে ২২টি,দত্তবাড়িয়া গ্রামে ২৩টি,চাটখইর গ্রামে ৪টি,আদমদীঘি সদর ইউনিয়নের কুসম্বী গ্রামে ৮টি এবং সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ২টি মিলে মোট ৮৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়নের ঘর হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335