বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

শাজাহানপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় আলোচনা সভার আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,সহকারী কমিশনার ভূমি সানজিদা মোস্তারী।এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়রত আলী,উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা তুস যোহরা,উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান তিথি,মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকী,ব্রাক জেলা সমন্বয় বাবলী সুরাইয়া, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর শাহাদাত হোসেন,তাকিয়া খাতুন,শিক্ষক সেলিম রেজা,মহেব্বুল আরাবী নাইম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধি,সাংবাদিক,নারী উদ্যোক্তা,প্রশিক্ষণার্থী,গন্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী কর্মকর্তাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335