শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

সোনামসজিদ বন্দরে এক মাসে রাজস্ব ঘাটতি ৩৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি কমে অর্ধেকে নেমেছে। এতে রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে, কাজ না পেয়ে হতাশায় দিন কাটছে স্থলবন্দরের শ্রমিকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থলবন্দর দিয়ে গম, ফল, কসমেটিকস, মরিচ, চাল ও মসলাজাতীয় কোনো পণ্য আমদানি হচ্ছে না। মূলত এই পণ্যগুলো থেকেই বেশি রাজস্ব আদায় হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মুদ্রাস্ফীতি, ডলার সংকট, এলসি খোলায় ব্যাংকের কড়াকড়ি, সর্বোপরি বৈশ্বিক মন্দার কারণে কমেছে আমদানি-রপ্তানি। বন্দর প্রতিষ্ঠার পর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বড় ধাক্কা এটি।

আমদানিকারকদের দাবি, কয়েক মাস ধরে চাঁপাইনবাবগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলোয় চাহিদা অনুযায়ী ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। ডলার-সংকটের কথা বলে ব্যাংকগুলো নতুন এলসি খুলছে না। এর কারণে নেতিবাচক প্রভাব পড়েছে আমদানিতে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এই চিত্র শুধু চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে নয়, সারাদেশের একই চিত্র।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর মূলত আমদানিনির্ভর বন্দর। তবে চলতি অর্থবছরে বিভিন্ন কারণে আমদানির পরিমাণ কমেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, এ বন্দর দিয়ে ফল আমদানি করছেন না ব্যবসায়ীরা। মূলত এ কারণেই রাজস্ব আহরণে ঘাটতি দেখা দিয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮২ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৪২ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার। এসময়ে রাজস্ব ঘাটতি হয়েছে ৩৯ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335