শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

চান্দু স্টেডিয়াম: ভেন্যু পুনর্বহালের আশ্বাসে ৭৭ ঘণ্টা পর অনশন ভাঙলেন রুমেল

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের আশ্বাসে অনশন ভাঙলেন হুমায়ন আহম্মেদ রুমেল। বুধবার (৮ মার্চ) দুপুরে তার মুখে পানি দিয়ে ৭৭ ঘণ্টা পর অনশন ভাঙালেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামিম কামাল।

এর আগে গত রোববার সকাল থেকে শহরের সাতমাথায় কাফনের কাপড় গায়ে আমরণ অনশন শুরু করেন রুমেল। শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদে এ অনশনে বসেন তিনি।

রুমেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি চ্যানেল বগুড়া নামে ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর।

শামিম কামাল বলেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে বিসিবির সঙ্গে কথা বলেছে। বগুড়ায় বিসিবির ভেন্যু ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। এই আশ্বাসে রুমেলের অনশন ভাঙার আহ্বান করি।

কন্টেন্ট ক্রিয়েটর রুমেল বলেন, তারা আশ্বাস দিয়েছেন শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির ভেন্যু ফিরিয়ে আনা হবে। এজন্য ৮ মার্চ পর্যন্ত আমি অনশন ভঙ্গ করছি। এর মধ্যে ভেন্যু পুনর্বহাল না হলে ফের অনশনে যাবো। প্রয়োজনে আমি ঢাকার জাতীয় প্রেস ক্লাবে গিয়ে অনশন করব।

অনশন ভাঙার পর রুমেলকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটি রক্ষা করা আমাদের দায়। পুনরায় ভেন্যু ফিরে পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। এই স্টেডিয়ামে রোটেশনভিত্তিতে খেলা আয়োজনের বিষয়ে আলোচনা হবে।

গত ২ মার্চ বিসিবির এক সিদ্ধান্তে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বাতিল করা হয়। এজন্য স্টেডিয়াম থেকে কর্মী ও যাবতীয় সরঞ্জাম প্রত্যাহার করে নিয়ে যায় বিসিবি। এর কারণ হিসেবে বিসিবির সঙ্গে বগুড়ার জেলা ক্রীড়া সংস্থার লাগাতার অসহযোগিতার অভিযোগ উঠে আসে। বিপরীতে জেলা ক্রীড়া সংস্থা অভিযোগ অস্বীকার করে পাল্টা বিবৃতি দেয়। এমন ঘটনার প্রতিবাদে বগুড়ার ক্রীড়াপ্রেমীরা গণস্বাক্ষর, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335