বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” জিডিটাল প্রযুক্তি ও উদ্ধাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল সকালে দিবসটি পালনের লক্ষে রালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার বরুন কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দীন খান প্রমুখ।