মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

পত্নীতলায় এতিমদের মাঝে বেসডা’র বস্ত্র বিতরণ

Exif_JPEG_420

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম সেবামূলক কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা (বেসডা)।
সংস্থাটি স্থানীয় এলাকার এতিম, অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র এবং নানা রকম নিত্যপ্রয়োজনীয় চাহিদা সম্পন্ন জিনিসপত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে পবিত্র শবে বরাত উপলক্ষে উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে গতকাল বিকেলে এতিম ও অসহায় শ্রেণির মানুষদের মাঝে পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, পাজামা, আতর, মেসওয়াক ইত্যাদি বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইউনুছার রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, বিশিষ্ট শিক্ষক সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা (বেসডা) এর প্রতিষ্ঠাতা পরিচালক মেজবাহুল আলম (কাজল) বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের অভাব দূর করণে (বেসডা) কাজ করে যাচ্ছেন। তিনি আরো জানান, বিভিন্ন দাতা সংগঠন ও ব্যক্তিগত দাতাগণের দানের অর্থ দিয়ে অসহায় মানুষের চাহিদা অনুযায়ী আমি তাদের অভাব পূরণে চেষ্টা করে আসছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সরকারি ও বেসরকারি দাতা সংগঠন এবং সমাজের বিত্তবান ও উচ্চ শ্রেণির দাতাদের সহযোগিতা প্রয়োজন।’
উল্লেখ্য, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি (মেজবাহুল আলম) স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335