শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

জেডব্লিউটিএস- বাংলাদেশ জুনিয়র ওপেন টেনিস শুরু হচ্ছে রবিবার থেকে

নাজমুল হোসেনঃ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায়, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, ঢাকায় ও বিকেএসপিতে জেডব্লিউটিএস-বাংলাদেশ জুনিয়র ওপেন টেনিস প্রতিযোগিতা আগামী ২০ ফেব্রুয়ারি হতে ৫ মার্চ ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ আমেরিকা ও ফ্রান্স অংশগ্রহণ করছে। জেডব্লিউটিএস বিশ্বের প্রথম অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ বছরের ওয়ার্ল্ড র্যাংকিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে জুনিয়র খেলোয়াররা বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পায়। এককের পাশাপাশি দ্বৈত ও মিশ্রদ্বৈত ইভেন্ট সম্পৃক্ত থাকায় প্রতিযোগিতাটি শিশুদের মধ্যে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। প্রতিযোগিতায় অনূর্ধ্ব- ১২,অনূর্ধ্ব-১৪,ও অনূর্ধ্ব-১৬ বছর বয়সের বালক/ বালিকা খেলোয়াড়দের একক দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। বালক অনূর্ধ্ব ১২ বছর গ্রুপে ১৮ জন, বালিকা অনূর্ধ্ব ১২ বছর গ্রুপে পাঁচজন, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপে ২৪ জন, বালিকা অনূর্ধ্ব ১৪ বছর গ্রুপে ৯ জন, অনূর্ধ্ব ১৬ বছর গ্রুপে ১৭ জন ও বালিকা অনূর্ধ্ব ১৬ বছর গ্রুপে আট জন। সর্বমোট ৮১ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এন্ট্রি প্রেরণ করেছে। ঢাকায় ও বিকেএসপিতে অনুষ্ঠেয় দুটি প্রতিযোগিতায় একক, দ্বৈত, ও মিশ্রদ্বৈত প্রায় পাঁচ শতাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় খেলোয়াড়দের আনকোর্ট ট্রেনিং এর সুযোগ থাকে। প্রতিযোগিতার শুভ উদ্বোধন ২০ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ৯ টায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা হতে প্রতিটি বয়স ক্যাটাগরি থেকে একজন বালক ও একজন বালিকা খেলোয়ার কে জেডব্লিউটিএস রিজিওনাল মাস্টার্স প্রতিযোগিতার জন্য ওয়াইল্ড কার্ড প্রদান করা হবে এবং রিজিওনাল মাস্টার্স প্রতিযোগিতা হতে স্পেনের ফেরার টেনিস একাডেমিতে অনুষ্ঠেয় জেডব্লিউটিএস ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড প্রদান করা হবে। ওয়ার্ল্ড ফাইনাল প্রতিযোগিতা হতে ৬ জন বালক বালিকা খেলোয়াড়ের সঙ্গে টেনিস ইকুইপমেন্ট কন্ট্রাক্ট করা হবে স্পেনের ফেয়ার টেনিস একাডেমিতে দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আইটিএফ জুনিয়র অনূর্ধ্ব ১৮ বছর প্রতিযোগিতার জন্য ওয়াইল্ড কার্ডের ব্যবস্থা করা হবে। এবছর জার্মানি, ইতালি, বুলগেরিয়া, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মিশর, মরক্কো, তানজানিয়া,উজবেকিস্তানে জেডব্লিউটিএস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335