বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার অভিযানে অংশ নেবে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী দল

নাজমুল হাসানঃ তুরস্কের ভয়াবহ ভূমিকম্প দুর্যোগে বাংলাদেশ থেকে উদ্ধার কাজে সহযোগিতার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- এর উদ্ধারকারী দল প্রেরন উপলক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। বুধবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কনফারেন্স লাউঞ্জে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বিএসপি ( বার) এনবিসি,পিএসসি,জিএম,ফিল। গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার কর্তৃক আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে।এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা প্রদান করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করেছেন। প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, তুরস্কের ভূমিকম্পে উদ্ধারকারী হিসেবে যে দল প্রস্তুত করা হয়েছে এদের মধ্যে একজন উপ-পরিচালক, দুইজন সহকারী পরিচালক,একজন উপ-সহকারী পরিচালক, একজন সিনিয়র স্টেশন অফিসার,একজন লিডার এবং বাকি ৬ জন ফায়ার ফাইটার। মোট ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী যাচ্ছেন এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করতে। এছাড়াও আটত্রিশ জন সেনাবাহিনীর সদস্য ১০ জন ডাক্তার এই উদ্ধারকারী দলের সাথে তুরস্কে যাচ্ছেন। বাংলাদেশ থেকে মোট ৬০ সদস্যের এই উদ্ধারকারী দলটি আজ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট সি-১৩০ চড়ে রাত ১০ টা নাগাদ তুরস্কর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা হবে। এই উদ্ধারকারী দলের সাথে লাইট ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। বিশেষ করে হাইড্রোলিক মেশিন, কংক্রিট কাটার মেশিন, ড্রিল, কাটার, ফ্যানস সহ হালকা যন্ত্রপাতি নিয়ে সুসজ্জিত এ দলটি উদ্ধার অভিযানের অংশ নেবে। উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপ ( আইএনএসএআরএজি)-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335