শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন বই

নন্দীগ্রাম সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মোহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র প্রমুখ। নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। উপজেলার মডেল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, বছরের শুরুতেই ছোট ছেলে-মেয়েদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরা খুব খুশি। প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বলেন, ১৮৫ টি স্কুলে একযোগে নতুন বই বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335