বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

নতুন বছরে দেশে ফেরার দাবি রোহিঙ্গাদের

জিটিবি নিউজ ডেস্ক : নতুন বছরে নিজেদের জন্মভূমি মিয়ানমারের আরাকানে ফেরার দাবিতে সমাবেশ করেছে রোহিঙ্গারা। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে আসা কয়েক হাজার রোহিঙ্গা অংশ নেন। সরেজমিনে কুতুপালং রোহিঙ্গা সমাবেশে দেখা যায়, দুপুর থেকে কুতুপালং, বালুখালী, থাইংখালীসহ আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গা নারী-পুরুষরা বিভিন্ন স্লোগান লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে সমাবেশস্থলে যোগ দেন। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘রিস্টোর সিটিজেনশীপ, রোহিঙ্গা ওয়ান্ট টু স্মাইল ইন ২০২৩, নো এনভিসি, ডিগনিফাই গো হোম, ২০২৩ শোড বি রোহিঙ্গা ইয়ার ইত্যাদি। ‘ বছরের শেষদিনে রোহিঙ্গাদের দেশে ফেরার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে রোহিঙ্গা নেতারা দ্রুত দেশে ফেরত যেতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের কর্মসূচি শেষ হয়েছে বলে জানান ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন উর রশিদ। নতুন বছরে নতুন প্রত্যাশা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানিয়ে রোহিঙ্গারা কর্মসূচি পালন করেছেন। সেখানে তারা কয়েকটি দাবি তুলে ধরেন বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট দেশটির সেনাবাহিনী রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করে। সে সময় সীমান্ত অতিক্রম করে প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়। এছাড়াও আগে থেকেই এখানে ছিল আরো কয়েক লাখ নিপীড়িত রোহিঙ্গা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335