বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় যা বললেন পুতিন

জিটিবি নিউজ ডেস্ক : নতুন বছরের বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে ধ্বংস করতে পশ্চিমারা ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে তাদের এই প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়া মাতৃভূমি রক্ষা এবং জনগণের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে লড়াই করছে। পুতিন বলেন, ‘নৈতিক এবং ঐতিহাসিক ন্যায্যতা রাশিয়ার দিকে। আমরা আমাদের ঐতিহাসিক অঞ্চলের জনগণকে রক্ষায় লড়াই করছি। তারা (পশ্চিমারা) আমাদের শিল্প, অর্থনীতি এবং পরিবহন সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তা ঘটেনি। নিজের দুই দশকের শাসনামলে এবারের নববর্ষের দীর্ঘতম ( ৯ মিনিট) শুভেচ্ছা ভাষণে পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া নিয়ে মিথ্যাচার এবং ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করতে মস্কোকে উসকানি প্রদানে অভিযুক্ত করেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি জেলার সামরিক সদর দপ্তরে রুশ সামরিক কর্মীদের সামনে পুতিনের ওই ভাষণ রেকর্ড করা হয়েছে। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে পশ্চিমা অভিজাতরা অত্যন্ত কপটতার সাথে তাদের শান্তিপূর্ণ উদ্দেশ্যের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। ‘আসলে সম্ভাব্য সব উপায়ে তারা (পশ্চিমারা) নব্য-নাৎসিদের উৎসাহিত করেছে; যারা দোনবাসে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে সন্ত্রাস চালিয়েছে।’ পুতিন আরও বলেন, পশ্চিমারা শান্তির ব্যাপারে মিথ্যা বলেছে। তারা আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং এখন রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করার জন্য ইউক্রেন এবং এর জনগণকে ব্যবহার করছে। সূত্র: আল জাজিরা, জেরুজালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335