শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

বগুড়ায় ফ্রি ফায়ার গেমসের আইডি নিয়ে খুন

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় ফ্রি ফায়ার গেমসের আইডি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যার শিকার হয়েছে স্কুলছাত্র সিফতাউল হাসান সিফাত (১৩)। এক বন্ধু সিফাতকে বগুড়া শহর থেকে শিবগঞ্জ উপজেলায় তার (বন্ধুর) দাদার বাড়িতে নিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত তার ওই বন্ধুকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীর বয়স কম হওয়ায় পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি। বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসপি জানান, সিফাত খুনের ঘটনায় তার বাবা বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শাহ আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুনি ওই কিশোরকে চিহ্নিত করে। পরে ঢাকার মনিপুরীপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সম্প্রতি সে কৌশলে সিফাতের মোবাইলে থাকা ফ্রি ফায়ার গেমসের আইডি ও পাসওয়ার্ড নেয়। সিফাত কয়েক দফা তার গেমসের আইডি ও পাসওয়ার্ড ফেরত চাইলেও তা সে দেয়নি। পরে স্থানীয় কয়েকজন বন্ধুর সহায়তায় তার কাছ থেকে চাপ দিয়ে আইডি ও পাসওয়ার্ড ফেরত নেয়। এতে সিফাতের ওপর ক্ষুব্ধ হয় তার ওই বন্ধু। সে আরো জানায়, এর প্রতিশোধ নিতেই গত ২৫ ডিসেম্বর তার দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে সিফাতকে সাথে নিয়ে শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে যায়। সেখানে সন্ধ্যার দিকে একটি বাঁশঝাড়ের মধ্যে সিফাতকে নিয়ে গিয়ে সে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার গলা ও বাঁ হাতের রগ কেটে হত্যা করে। হত্যার পর আত্মগোপন করতে সে ঢাকায় যায়। এসপি জানান, গত ২৬ ডিসেম্বর দুপুরে শিবগঞ্জ থানার পুলিশ বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওই বাঁশঝাড় থেকে সিফাতের গলা কাটা মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত সিফাত শহরের নূরাণী মোড় এলাকার প্রতিভা মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এসপি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335