বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

শাহবাগে প্রবীণ প্রকৌশলীকে লাঞ্ছনার ঘটনায় লজ্জিত কৃষক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: প্রচারপত্র বিতরণের সময় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক প্রবীণ প্রকৌশলী ইনামুল হক। তাকে লাঞ্ছনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে লাঞ্ছনাকারী ব্যক্তি মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বানি আমিন। যদিও তিনি তার কৃতকর্মের জন্য লজ্জিত বলে  জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ইনামুল হক নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। এ ছাড়া হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে যান সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক ইনামুল হক। ২৭ ডিসেম্বর অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়ে সেখানে একটি ব্যানার টানিয়ে প্রচারপত্র (লিফলেট) বিলি করছিলেন ইনামুলসহ তার দলের আরও তিন নেতাকর্মী।

বর্তমান সরকারের বিদায়, ভোটকেন্দ্র দখলমুক্ত নির্বাচন এবং জাতীয় সরকারের দাবিতে হরতাল ডাকা হয়। তখনই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ  বলেন, ‘বানি আমিন কৃষক লীগ করার আগে ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। চলতি বছর কৃষক লীগের কাউন্সিলে তাকে কাজিপুর ইউনিয়ন সভাপতি নির্বাচিত করা হয়েছে।’

লাঞ্ছনার বিষয়ে সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে অভিযুক্ত কৃষক লীগ নেতা বানি আমিন  বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে কৃষক লীগের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। পথে এক প্রবীণ ব্যক্তি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বিষদাগার করছিলেন। যা দেখে রাগে তার সঙ্গে এমনটা করেছি। বিষয়টি নিয়ে আমি এখন লজ্জিত।’

কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হোসাইন  বলেন, ‘বানি আমিনের বিরুদ্ধে এলাকায় তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। তিনি ঢাকাতে যে কাজ করেছেন তা একেবারে অপ্রত্যাশিত।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335