শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট চালু হতে পারে মার্চে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের মার্চে জাপানের নারিতা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে ফ্লাইট পরিচালনায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঢাকানারিতা রুটে ফ্লাইট শুরু হবে

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে মুঠোফোনে জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিইও মো. জাহিদ হোসেন

বিমানের জনসংযোগ বিভাগ সূত্র জানিয়েছে, এতদিন করোনাভাইরাসের কারণে জাপানে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য জাপানকে উন্মুক্ত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, কারণেই দেশটিতে বিমানের পরিষেবা পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যাচ্ছে। ঢাকা থেকে সরাসরি আকাশপথে নারিতা যেতে সময় লাগে প্রায় সাড়ে ১০ ঘণ্টা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিইও মো. জাহিদ হোসেন বলেন, জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনায় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঢাকানারিতা রুটে ফ্লাইট শুরু হবে। শিগগির অনুমোদন পাবো বলে আশা করি। তখন এটিই হবে নারিতা রুটে বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335