শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

আগামী সপ্তাহে ৪১তম বিসিএস লিখিতের ফল, নভেম্বরেই মৌখিক

নিজস্ব প্রতিবেদক: চলতি নভেম্বরেই ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ কথা জানান তিনি।

পিএসসি সচিব বলেন, আমরা এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবো। ফলাফল প্রকাশিত হওয়ার পর ৫ থেকে ৭ দিন সময় নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ড প্রস্তুত করা হবে। এর পরেই মৌখিক পরীক্ষা শুরু হবে। আমরা নভেম্বরের মধ্যে ভাইভা শুরু করবো, এতে কোনো সন্দেহ নেই।

জানা যায়, ৪১তম বিসিএসের খাতা দেখার কাজ শেষ হয়েছে। এখন চলছে নম্বর অ্যান্ট্রির কাজ। এটিও শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের মধ্যে ফল তৈরির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানায়, ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত সময়ে শেষ করা হবে। কয়েকটি গ্রুপে বিভক্ত করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষা শেষে পরবর্তী এক মাসের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৫৬ জন। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের আবশ্যিক বিষয়ের খাতার সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৩৬টি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335