বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেয়াম্যান, জামাতের সেক্রেটারী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুহারহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমানকে নাশকতা মামলার আসামি হিসেবে জেল-হাজতের পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জয়পুরহাটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক আব্দুল্লাহ আল-আমীন ভুইয়া জামিন না মজুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা পরিষদের চেয়াম্যান ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান মোস্তফিজুর রহমান একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তহের অন্তর্বতীকালীন জামিনে ছিলেন। মোদ শেষে আজ জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা মজুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335