বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে বুধবার সকালে বগুড়ার শাজাহানপুরে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা পররাষ্ট্রমন্ত্রী বরাবর স¥ারকলিপি প্রদান ও ঢাকা-বগুড়া মহাসড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
মানব বন্ধন চলাকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি অলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সঞ্চালনায় এক অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা অওয়ামীলীগ নেতা ফরিদুল ইসলাম মুক্তা, একেএম ফজলুল হক মোল¬া, নেছার উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা অমিনুল ইসলাম অকাশ, অজিজুল, ছাত্রলীগ নেতা সেলিম রহমান, শামিম অহমেদ, অলমগীর হোসেন, রাকিবুল ইসলাম রঞ্জু, আবুল খায়ের শাহীন, সুজন আলী, আল আমিন, সালমা আক্তার, আনোয়ার, সামিউল, রাসেদুল, জাহাঙ্গীর, অলিফ, মোস্তাক, মাহমুদুল, ইসরাফিল, অমিনুল, বাহারাম. রায়হান, আনোয়ার, অপেল, সোহান, তোহা, সুমন, মিণ্টু, সোহেল, হুমায়ুন, শরিফ, সায়েম, অতিক, রব্বানী, সাদ্দাম, মিলন, তরিকুল, সাহেদ, সুমন, নিপন, রাকিব, জাকারিয়া, অমিনুল, খাবির, ইসমাইল, খালেক, রাহাদ, ফারুক, শাহাদত, জাহিদুল প্রমুখ।