বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর সদর উপজেলা আওতাধীন ২০ চররমহনী মোহনের ৫নং ওয়ার্ডে মজুচৌধুরীর হাট মেঘনা নদী ক্ষণে বালু উত্তলন করে সরকারি স্থানে না নিয়ে টাকার বিনিময়ে বালু বিক্রি করে চলছে বানিজ্য মেলা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা নদী ক্ষণণ কারী কামাল পাটোয়ারী নির্দেশে সরকারি নদী ক্ষণের বালু সরকারি জাগায় না ফেলে টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হচ্ছে মালিকানা জায়গায়। কামালের নেতৃত্বে সরকারি বালু দিয়ে সেলিমের জমি বরাট করা কাজ চলছে নেই কোনো তদারকি সরকারি দ্বায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগ।

লক্ষ্মীপুর সদর উপজেলা আওতাধীন ২০ চররমহনী মোহনের ৫নং ওয়ার্ডে মজুচৌধুরীর হাট মেঘনা নদী ক্ষণে বালু উত্তলন করে সরকারি স্থানে না নিয়ে টাকার বিনিময়ে বালু বিক্রি করে চলছে বানিজ্য মেলা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা নদী ক্ষণণ কারী কামাল পাটোয়ারী নির্দেশে সরকারি নদী ক্ষণের বালু সরকারি জাগায় না ফেলে টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হচ্ছে মালিকানা জায়গায়। কামালের নেতৃত্বে সরকারি বালু দিয়ে সেলিমের জমি বরাট করা কাজ চলছে নেই কোনো তদারকি সরকারি দ্বায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগ।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335