শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

ডেমরায় নিরীহ পরিবারের সম্পত্তি গ্রাস করতে ভুমিদস্যুদের অপকৌশল

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ডেমরা থানাধীন শান্তিবাগে তাজুল ইসলাম মিয়াজী নামে এক ব্যাক্তির জমি একটি প্রভাবশালী চক্র গ্রাসকরার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে তাজুল ইসলাম মিয়াজী ন্যায় বিচারের প্রত্যাশায় আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, তাজুল ইসলাম মিয়াজী ডেমরা থানার পাড়াডগার মৌজার শান্তিবাগে দীর্ঘদিন যাবত ক্রয়কৃত জমিতে ৫ তলা বাড়ি নির্মান করে ভোগ দখল করে আসছেন।তিনি নিয়মিত জমির খাজনা দিয়েও আসছেন। জমিটি ডেমরা শান্তিবাগে অবস্থিত দেশসেরা শিক্ষা প্রতিষ্টান সামসুল হক খান স্কুল এন্ড কলেজ সংলগ্ন হওয়ায় এর দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই জমির ওপর লোলুপ দৃষ্টি পড়ে মামুন সরকার,হোসনে আরা বেগমসহ রীনা আক্তার নামক ভুমিজালিয়াত চক্রের ।তারা বিভিন্ন ওজুহাতে ক্রয়কৃত জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। সম্প্রতি তারা উক্ত জমিতে নির্মিত তাজুল ইসলাম মিয়াজীর ৫ তলা ভবন ভেঙ্গে সেথায় অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে।এবং তাজুল ইসলাম মিয়াজীকে মামলায় জড়িয়ে হয়রানির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এ নিয়ে দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে দুপক্ষের মাঝে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা বারবার বিষয়টির ব্যাপারে ভুমিদস্যু হোসনে আরা বেগম,তার পুত্র মামুন ও কন্যা রীনা আক্তারকে অযথা তাজুল ইসলাম মিয়াজীকে হয়রানী না করতে অনুরোধ করলেও তারা সেই কথায় কর্নপাত করেনি। তাজুল ইসলাম মিয়াজী জানান,” চক্রটি মিথ্যা বানোয়াট কাগজ পত্র তৈরি করে আমাকে বিবাদী বানিয়ে ঢাকার বিঞ্জ জেলা জজ-৪র্খ আদালতে স্বত্ব ঘোষনা ও খাস দখলের মোকদ্দমা রুজ্জু করেছে”। উল্লেখ্য যে তাজুল ইসলাম মিয়াজী সামসুল হক খান স্কুল এন্ড কলেজের একজন প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং ঐ এলাকার একজন সম্মানিত বাসিন্দা,একটি মহল তার সুনাম বিনষ্ট করতে ইর্ষার বশবতী হয়ে নাজেহাল করতেই বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানসম্মান ধূলিসাৎ করতে তৎপর রয়েছে।তিনি সকল অপপ্রচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনী লড়াই করবেন বলেও সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া সেন্টু বিষয়টি নিয়ে দেনদরবার ও শালিস বৈঠক করেও ভুমিদস্যুদের তৎপরতা বন্ধ করতে ব্যার্থ হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335