মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

যাত্রাবাড়িতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে কাজ করছেন ট্রাফিক পুলিশের টিআই মৃদুল পাল ও মেনন

নাজমুল হাসানঃ যাত্রাবাড়িতে সড়কে শৃঙ্খলা ফেরাতে দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন ব্যাটারী চালিত অটো রিকসা,ইজিবাইকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন ট্রাফিক পুলিশের টিআই মৃদুল পাল ও জাকারিয়া মেনন।এছাড়া যাত্রাবাড়িতে বিভিন্ন সড়কে যানজটের ভয়াবহতা নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ।এসব সড়কে মৃত্যু ও দুর্ঘটনা রোধে যাত্রাবাড়ি ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। তাছারা যাত্রাবাড়িতে ইনকামিং পয়েন্ট মাতুয়াইল মেডিক্যাল রোডে ইউলুপ চালু হওয়ায় যানজট অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে।যাত্রাবাড়ি,কাজলা শনির আখড়া,রায়েরবাগ,মাতুয়াইল মেডিক্যাল রোড,সাদ্দাম মার্কেট,হাজী বাদশা মিয়া রোড,সাইনবোর্ড এলাকায় প্রধান সড়কে কঠোরহাতে নিয়ন্ত্রন করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ব্যাটারী চালিত অটোরিকসা,ইজিবাইক,মিশুক,নছিমন,করিমন,ভটভটির মতো পরিবহনগুলো। স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে র‌্যাব,‌গোয়েন্দা পুলিশের আইনগত ব্যাবস্থাগ্রহনের কারনে সড়কে শৃঙ্খলা ফিরেছে অনেকটাই।এ কারনে সড়কের পাশে ট্রাক,কাভার্ডভ্যান,সিএনজি অটোরিকশা,পিকাপভ্যান,লেগুনাগুলো সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধ হয়েছে। সড়কে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি,ব্যাটারীচালিত অটোরিকসা ইজিবাইক, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো ও মোটরসাইকেলে দুইজনের অধিক আরোহী যাত্রী বহন ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ফিটনেস, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট, রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিআই মৃদুল পাল ও জাকারিয়া মেনন। এ প্রসঙ্গে টিআই মৃদুল পাল ও জাকারিয়া মেনন বলছেন, জনগণ আইন ও জরিমানার বিষয়ে জানলেও তা মানার ব্যাপারে বেশ উদাসীন। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে জনসচেতনতার বিকল্প নেই। যত্রতত্র রাস্তা পারাপার, ওভারটেকিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো,নিষিদ্ধ ঘোষিত ব্যাটারীচালিত অটোরিকসা ইজিবাইক,মিশুক এসব বিষয়ে কঠোর না হলে কিছুতেই সড়ক নিরাপদ হবে না। মৃত্যু হ্রাস ও দুর্ঘটনা রোধে সবাইকে আইনের আওতায় আসার অভ্যাস গড়া এবং নিয়ম মানার জন্যই মূলত ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। ট্রাফিক আইন বা রোড সিগন্যাল না মানলে মামলা হবে এটাই স্বাভাবিক। তারা আরো বলেন, ট্রাফিক আইন মেনে চলুন একথা আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি শব্দ। কিন্তু যেভাবে মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। মোটরগাড়ি চালানোর আইন-কানুন না জানা কিংবা আইন-কানুনকে তোয়াক্কা না করার প্রবণতাই এসব দুর্ঘটনার মূল কারণ। সড়কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মোটরযান আইন কঠোরভাবে প্রয়োগ করা গেলে শৃংখলা আসবে এবং দুর্ঘটনায় প্রাণহানীও কমে যাবে। সড়কে দুর্ঘটনা রোধে ট্রাফিকের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ও যাত্রাবাড়ি ট্রাফিক জোনের সহকারী কমিশনার(এসি) এর নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছি।কাউকে হয়রানি ও অর্থদন্ড করার জন্য ট্রাফিক পুলিশের অভিযান নয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর রয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335