শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব রমজান আলী মাষ্টার

নাজমুল হাসানঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুপসী-পল্লী টাওয়ারের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী মাষ্টার। আলহাজ্ব রমজান আলী মাষ্টার বলেন ঈদ হাসতে শেখায় ভালবাসতে শেখায় ঈদুল আযহা মানুষকে ত্যাগের মহিমা শিখায়। মঙ্গলবার ৫ জুলাই সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের প্রিন্সিপাল মোঃ আবুল বাসার বলেন, দীর্ঘ এক বছর পর পবিত্র ঈদ উল আযহা ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়। ঈদ-উলআযহা মুসলিম সমাজের ত্যাগের উৎসব। ভোগে নয়, ত্যাগেই শান্তি এমনই শিক্ষা পাওয়া যায় এই ঈদ থেকে কোরবানি শব্দটি আরবি কোরবানুন অথবা কেরবানুন শব্দ থেকে আগত, যার মানে নৈকট্য বা সান্নিধ্য লাভ করা। প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় হযরত ইব্রাহিম (আ.) তার ছেলে ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার মহিমায় ইসমাইলের (আ.) পরিবর্তে একটি ভেড়া বা দুম্বা কোরবানি হয়ে যায়। সেই ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির আশায় পশু কোরবানি করে থাকে। বাণীতে রুপসী-পল্লী টাওয়ারের চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী মাষ্টার আরও বলেন, ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি মানবজাতির মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বোধ, সামাজিক সম্প্রীতি, সাম্য-চেতনা ও মহামিলনের বার্তা নিয়ে আসবে বিশ্বজনের দ্বারপ্রান্তে। আলহাজ্ব রমজান আলী মাষ্টার দেশবাসী সহ সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদ মোবারক !

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335