শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪ তম মহাপ্রয়ান দিবস উপলক্ষে স্মরণসভা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কাচারী বাড়ী প্রাঙ্গনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪ তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কবিগুরুর মৃত্যূবার্ষিকী উপলক্ষে পতিসর রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও রবীন্দ্র জার্নালের সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন নিয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আমিরুল মোমেনিন চৌধুরী। স্

মরণ সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান, বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিল্লাল হোসেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরি কুবি, স্থানীয় রবীন্দ্র সংগ্রাহক এম মতিউর রহমান মামুন, রথীন্দ্রনাথ ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব প্রমুখ। বিকেলে আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবিগুরু রচিত বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন।
বক্তারা কবিগুরুর নিজস্ব জমিদারী স্টেট পতিসরে পূর্নাঙ্গ একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335