বুধবার, ২৯ Jun ২০২২, ০৯:১০ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা নির্মাণাধীন দোকানঘর ভাংচুর নামে যে সংবাদ প্রকাশিতসহ হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগির পরিবার।
মঙ্গলবার (২১ জুন) বিকালে নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নজরুল ইসলাম, কাউসার, ফাহিমা ও সাঈদাতুন্নেছা।
লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, উপজেলার গণেশপুর ইউনিয়নের কামরুজ্জামান , রফিকুল ইসলাম ও আবু রায়হান দিনার মিরপুর মৌজার ৩০৩ খতিয়ানের ১০৩২/১০৩৩ দাগের ৩৩ শতাংশ পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর জোরপূর্বক দোকানঘর নির্মাণাধীন করা কালে বাধা দেওয়াই, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাসহ সাংবাদিক ভুল তথ্য দিয়ে জাতীয় ও আঞ্চলিক ও অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ করায়, এই সংবাদ ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই।এর সাথে ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।