শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

বন্যাকবলিতদের হাইকোর্ট এনরোলমেন্ট মৌখিক পরীক্ষা ঈদের পর

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হবে। তবে বন্যাকবলিত এলাকার প্রার্থীদের মৌখিক পরীক্ষা ঈদুল আজহার পরে নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুন) বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজার-উর-রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) এনরোলমেন্টের জন্য সনদপ্রাপ্তির এ মৌখিক পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত।

এতে আরও বলা হয়, ২৪ জুন থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় বন্যাকবলিত এলাকার কোনো প্রার্থী অংশগ্রহণ করতে না পারলে তার বা তাদের পরীক্ষা আসন্ন ঈদুল আজহার পর গ্রহণ করা হবে।

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় দুই হাজার ৬২৭ জন উত্তীর্ণ হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335