বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডের ৪/৫ জন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্য মুলক আচরণ প্রতিবাদে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপিকে বয়কট করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলুর সভাতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক (জুবেল মিয়া)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার ওয়াসিকুল ইকবাল (মাজু), সহকারী কমান্ডার, আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের প্রচার সম্পাদক আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা প্রতাব চন্দ্র সিং, মুক্তিযোদ্ধা মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আউলিয়া প্রমুখ।
সভা স্বাধীনতা স্বপক্ষের সরকারের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে স্থানীয় এমপির মঞ্জুরুল ইসলাম লিটনের এহেন কর্মকান্ড ও অসৌজন্য মুলক আচরণের প্রতিবাদে বয়কটের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় স্বাধীনতার স্বপক্ষের সরকারের প্রতি সমর্থন এব্যাপারে সংসদ সদস্যের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
ধামইরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ঃনওগাঁর ধামইরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগষ্ট) বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ধামইরহাট ইউনিয়নের জগদল বাজারে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির নবকলি প্রকল্পের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জগদল এফডব্লিউসিতে এক আলোচনা সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এফডব্লিউসি) মোসা.আয়শা আকতার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য ধামইরহাট ইউপি চেয়ারম্যান দেওয়ান মো.ওয়াজেদ আলী কবির,ইউপি সচিব মো.মমতাজুর রহমান,নবকলি প্রকল্পের হেলথ অফিসার মৌতিথী আইচ,হেলথ অর্গানাইজার স্বর্ণা রাণী, মো.রায়হান শেখসহ প্রকল্পের স্বেচ্ছাসেবী-কর্মী,উপকারভোগি মা ও শিশু এবং সুধীবৃন্দ। অনুরুপ কর্মসূচী গত বুধবার উমার ইউনিয়ন পরিষদে সবকলি প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়।