বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ অপরাহ্ন
সংবাদদাতা নওগাঁ ঃ নওগাঁর সাপাহারে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ গতকাল বুধবার বেলা ১১টায় থানা চত্বরে অফিসার ইনচার্জ জাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় প্রতিরোধ ও আইন শৃংখলার সার্বিক উন্নয়নে কমিউিনিটি পুলিশিং সদস্যদের জোরালো ভুমিকা রাখার আহব্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,
উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, বীর মুক্তিযোদ্ধা প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মাষ্টার, মোর্শেদা পারভীন, পাতাড়ী ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল, বনিক সমিতির সভাপতি আব্দুল মতিন, আজিজুল হক, কাওছার আলী প্রমূখ।