শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতবাড়ি ভষ্মিভূত ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতবাড়ি ভষ্মিভূত হওয়ায় ৮ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের বয়েজ উদ্দিনের গোয়াল ঘরে দেয়া কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা গোটা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বয়েজ উদ্দিন, জয়নাল, জবেদুল ও আয়নালের ৬টি টিনের ঘর পুড়ে ছাই হয়। এছাড়া ৪টি বড় গরু, নগদ ৯০ হাজার টাকা, ধান-চাল, শ্যালো মেশিন, রিক্সা-ভ্যান, বাই-সাইকেল, আসবাপত্র পুড়ে ছাই হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনেন।

এদিকে গতকাল বুধবার স্থানীয় চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম ও ইউএনও প্রতিনিধি বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ জানান। বর্তমানে পোড়া বাড়ির লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

সুন্দরগঞ্জে হাজী সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাগানের ঘাট বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হাজী সমাবেশে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সমিতির গাইবান্ধা জেলা সভাপতি আলহাজ্ব আজগার আলী খান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন। বিশেষ অতিথি ছিলেন নাহিদ ফাউন্ডেশনের সেক্রেটারী শহিদুজ্জামান শহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুস সামাদ, আলহাজ্ব আজিজুল হক, আলহাজ্ব আবু বক্কর প্রমুখ। সমাবেশে ২ শতাধিক হাজী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335