শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে দর্শনার্থীদের জিম্মি করে চাঁদা আদায়কালে আটক-৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে দর্শনার্থীদের জিম্মি করে চাঁদা আদায়কালে ৩ জনকে আটক করেছে পুলিশ। ৯ নভেম্বর বিকেলে আলতাদিঘী জাতীয় উদ্যোনে এই ঘটনা ঘটে। এজাহারের বরাত দিয়ে ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান জানান, পত্নীতলা উপজেলার কৃষ্টবই ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. শাকিব হোসেন তার ২ বান্ধবী মাহবুবা খাতুন ও কোহিনুর বেগমকে নিয়ে আলতাদিঘী ঘুরতে আসেন। এ সময় জাতীয় উদ্যান এলাকা পরিদর্শণ ও প্রকৃতির অপরুপ দৃশ্য অবলোকন কালে স্থানীয়

চাঁদাবাজ চক্রের অন্যতম সদস্য মইশড় (আলতাদিঘী মসজিদ পাড়া) গ্রামের জিল্লুর রহমানের ছেলে জিয়াউর রহমান জিয়া, ও লোকমান হোসেনের ছেলে আ. সোবহান দর্শনার্থী শাকিব ও তার ২ বান্ধবীকে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা চাঁদা দাবী করে এবং শাকীব হোসেনকে মারপিট করে, এক পর্যায়ে বিকাশে টাকা নিতে জোতমাহমুদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে আশরাফ আলীকে ডেকে নিয়ে তার ফোনে ১ হাজার টাকা বিকাশ

দিতে বাধ্য করে চাঁদাবাজ চক্র। ভিকটিমরা ঘটনাটি কৌশলে পত্নীতলা থানা পুলিশকে অবগত করলে ধামইরহাট থানায় জানান পত্নীতলা থানার ওসি সামসুল আলম শাহ। এ সময় তাৎক্ষনিক ভাবে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার ও চাঁদাবাজ ৩ জনকে আটক করে। রাতে ভুক্তভোগী শাকিব হোসেনের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। ১০ ডিসেম্বর দুুপুরে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি আলতাদিঘী জাতীয় উদ্যানের দর্শনার্থীদের যাতে করে কেউ হয়রানী না করতে পারে সে লক্ষে পুলিশের টহল চালু থাকবে এবং হয়রানী চক্রের বিরুদ্ধে থানা পুলিশের অবস্থান আরও কঠোর থাকবে বলে তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335