বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২১ অপরাহ্ন
বগুড়া সংবাদাদাতা: টিএমএসএস এর উদ্যোগে ও হারভেষ্ট প্লাসের সহযোগীতায় গতকাল কালাই এ জিংক ধান৬২ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের অতিরিক্ত উপ-পরিচালক চৌধুরী আবু আলা মওদুদী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক মোঃ জাকির হোসেন,হারভেস্ট প্লাস প্রতিনিধি মোঃ জাকিউল হাসান,কালাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস এর সহকারী জোনাল ম্যানেজার মোঃ মাহবুবর রহমান মিঠু। সার্বিক সহযোগীতা করেন টিএমএসএস এর এরিয়া ম্যানেজার মোঃ জাহেদুর রহমান ও সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম বাবু। কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা জিংক ধানের বৈশিষ্ট,উপকারিতা ও এর চাষাবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য এর আগে গাবতলী উপজেলার সুখানপুকুর,শিবগঞ্জ উপজেলার রায়নগর,বিহার,বুড়িগঞ্জ ও কিচকে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।