শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১০ অপরাহ্ন

ধামইরহাটে অজ্ঞাত রোগে মাছে মড়ক, ৩০ লাখ টাকার ক্ষতিতে মৎস্যচাষী’র হাহাকার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে অজ্ঞাত রোগে গুলসা জাতীয় টেংরা মাছে মড়ক লেগেছে, যে কারণে মৎস্যচাষীরা হতাশায় ভুগছেন। উপজেলার জগদল, ছোট শিবপুর ও ছোট শিবপুর মৌজার পুকুর ঘুরে দেখা গেছে, টেংরা মাছের পিঠে ও লেজের অংশে পচন ধরে খসে পড়ছে। জগদল গ্রামের মৎস্যচাষী বোরহান উদ্দিন জানান, রোগের নাম আমরা জানিনা ফিড ব্যাবসায়ীদের পরামর্শে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি,

মড়ক থামাতে পারছিনা। মৎস্য কর্মকর্তাদের আমি চিনিনা জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করিনি, তাঁরাও আমাদের খোঁজ নেননি। তিনি আরও জানান, ৫ লক্ষাধিক টাকায় ৬ বিঘা পুকুরে ১০ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছি, মাছের মৃত্যু হলে আমারও অর্থনৈতিক মৃত্যুু হবে, লোকশান গুনতে হবে প্রায় ৩০ লাখ টাকার মত। এছাড়াও মৎস্যচাষী শিবরামপুর গ্রামের আব্দুল মালেক জানান, সরকারি লিজ নেয়া পুকুরে ১২লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছি ইতিপুর্বে করোনা তান্ডবে মাছের নিম্নমুখী বাজারে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও জগদল গ্রামের আমজাদ হোসেন, হরিতকিডাঙ্গা গ্রামের

বাচ্চ,ু মঙ্গলিয়া গ্রামের আমিনুল জানান, আমরা লিজ নেয়া পুকুরে মাছ চাষ করি, মাছের রোগ থেকে রক্ষা না পেলে আমরা পুজিহারা হবো, পথে বসতে হবে আমাদের। মৎস্যচাষী বাঁচাতে মৎস্য দপ্তরের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান। মাছের মড়ক বিষয়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ২ মাস ট্রেনিংয়ে থাকার পর অতি সম্প্রতি অফিস করছি, ক্ষতিগ্রস্থ্য কৃষক বোরহান অফিসে এসেছিলেন, মাছগুলিতে পাখনা পচন রোগ ধরেছে, যার শীতকালীন সময়ে হয়ে থাকে, আমরা সঠিক ঔষুধ লিখে দিয়েছি, তবে রোগের ১৫ দিন দেরি করে আসায় ভুক্তভোগীর ক্ষতির পরিমানটা একটু বেশি হয়েছে।

 

ধামইরহাটে মাস্ক না পরায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষের জরিমানা, সচেতন করতে রাস্তায় নামলেন এসিল্যান্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাস্ক না পড়ায় বিভিন্ন ব্যবসায়ী, চা-দোকানী, পথচারীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে ঘন্টাব্যাপী রাস্তায় সাধারণ মানুষকে মাস্ক পরতে সচেতনতা মুলক পরামর্শও দিয়েছেন।
৩০ নভেম্বর দুপুরে উপজেলা ক্যান্টিন মোড়ে স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী, রাস্তার দু’পাশ ও ফুটপাতে চা-দোকানে অবাধে মাস্ক ছাড়া চা-বিড়ি

সিগারেট টানতে দেখা যায়। বৈশ্বিক মহামারীতে এই ঘটনা জানতে পেরে ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ রাস্তায় চালিত বাস, অটোভ্যান, প্রাক্টর (মেসি) চালক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে মাস্ক না পরায় ১ শত ও ২ শত টাকা করে জরিমানা করেন। এ সময় মুখে থুতির নিচে মাস্ক পড়া ব্যক্তিদের সঠিক ভাবে মাস্ক ব্যবহার ও করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজের জন্য

নিয়মিত মাস্ক পড়ার পরামর্শ প্রদান করেন। অভিযানে উপজেলা ক্যান্টিন মোড়ের ব্যবসায়ী, পথচারী, চা দোকানী ও খদ্দের সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে জরিমানা কালে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর সামসুল আলম, সিনিয়র সাংবাদিক এম এমালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335