শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

বানারীপাড়ায় যুবকের লাঠির আঘাতে যুবতী আহত

SAMSUNG CAMERA PICTURES

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডুমুড়িয়া গ্রামের ফজলুল হকের মেয়ে সাদিয়া আক্তার জুলিয়াকে লাঠি দিয়ে আঘাত করে আহত করেছে একই গ্রামের খোকন হাওলাদারের ছেলে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রাব্বি হাওলাদার। আহত সূত্রে জানাগেছে শনিবার ১৪ নভেম্বর সকালে জুলিয়া নিজ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় প্রাইভেট পড়াতে রওয়ানা হয়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাব্বি পিছন থেকে লাঠি দিয়ে জুলিয়ার মাথার ওপরে আঘাত করে।

এ সময় সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় দোকানী নাছিমা বেগম তাকে উদ্ধার করে স্বজনদের সহায়তায় বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেণ। আহতের পরিবার সূত্রে জানাগেছে জুলিয়ার পিতা ও চাচার সাথে রাব্বিদের সম্পত্তি নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিলো। ওই বিরোধ নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। এর জের ধরেই জুলিয়ার ওপরে হামলা চালায় রাব্বি। জুলিয়া ফরিদপুরের রাউজান মোল্লা নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান আহতের পরিবার।

বানারীপাড়ায় প্রখ্যাত হোমিও প্যাথিক চিকিৎসক জয়দেব কর্মকার আর নেই

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রখ্যাত হোমিও প্যাথিক চিকিৎসক সর্বজন শ্রদ্ধেয় জয়দেব কর্মকার (৭০) আর নেই। ১৪ নভেম্বর শনিবার বিকেল ৪ টা ৫০ মিনিটে পৌরসভার ২নং ওয়ার্ডের নিজ বাসায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। গরীবের বন্ধুখ্যাত হোমিও ডা. জয়দেব বেশ কিছুদিন লিভারসহ বিভিন্ন জটিল রোগে অসুস্থ হয়ে বারশাল শেবাচিমে ভর্তি ছিলেন। গত ১০ অক্টোবর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিলো। চার দশকের অধিক সময় ধরে তিনি বানারীপাড়া বন্দর

বাজারে হোমিও চিকিৎসক হিসেবে সেবা করে সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি বানারীপাড়া ছাড়াও স্বরূপকাঠিতে সপ্তাহে দু’দিন রোগী দেখতেন।
দরিদ্র রোগীদের তিনি ঔষধসহ ফ্রি চিকিৎসাসেবা দিতেন। চিকিৎসক হিসেবে তার হাত যশের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিলো। শনিবার রাত সাড়ে ৯টায় বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডে মহাশশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র

এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি
রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সম্পাদক গৌতম সমদ্দার, সাংগঠনিক সম্পাদক রিপন বনিক, ব্যবসায়ী ত্রিনাথ পোদ্দার, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি সুমম রায় সুমন, সম্পাদক প্রসেনজিৎ বড়াল, সহ-সভাপতি ডাক্তার সাগর চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক হৃদয় সাহা, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়ে আহম্মেদ শাওনসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

বানারীপাড়ায় বিএনপি নেতা হাবিব হাওলাদারের ইন্তেকাল

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিআরডিবি’র সাবেক হ্যাটট্রিক চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিবুর রহমান হাওলাদার (৭০) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৪ নভেম্বর শনিবার বিকাল ৪টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য

গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মো.হাবিবুর রহমান হাওলাদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আ.জলিল হাওলাদারের মেজ ভাই। রবিবার সকাল ১০টায় উপজেলার নরোত্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা

চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত, ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিনসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335