শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে ১শ বোতল ফেন্সিডিল নারী মাদক ব্যবসায়ী সহ আটক ৪

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ১শ বোতল ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে আটক।
থানা সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর নির্দেশনায় শিবগঞ্জ থানার এসআই জিলালুর রহমান, এএসআই সোলায়মান হোসেন প্রয়োজনীয় সহ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শিবগঞ্জ উপজেলার কিচক পানিতলা তিনামাথা মোড়ে

অভিযান চালায়। গোবিন্দগঞ্জ হতে ২নারী ও ২ যুবক পানিতলা তিনমাথা মোড়ে সিএনজি থেকে নামে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে স্থানীয় ইলিয়াস এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে থানা পুলিশ তাদের ধৃত করে । এসময় তাদের কাছে স্কুল ব্যাগ তল্লাশী করে আমনাদী নিষিদ্ধ ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে ৪ জনকে আটক করে। আটকৃতরা হলেন, দিনাজপুর জেলার

নবাবগঞ্জ থানার বেড়ামালিয়া স্কুলপাড়া গ্রামের মীর কাশেম এর ছেলে রাকিব (১৮), একই গ্রামের মৃত: জহুরুল ইসলাম এর ছেলে খাজা মিয়া, মীর কাশেম খন্দকার ওরফে বকুল খন্দকার এর স্ত্রী ফুলজাহান বিবি (৫৫), ঘোড়াঘাট থানার দক্ষিণ দেবীপুর গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী ময়না বিবি (৩০) কে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, মাদকের সাথে আমার কোন আপোষ নেই। মাদকের সাথে যেই জড়িত থাকবে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ জাতীয় স্যানিটেশন মাস-অক্টোবর ও বিশ্বহাত ধোয়া দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা

আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, সোলাইমান আলী রাসু, আঃ করিম, জিয়াউর রহমান, এসএম ওমিত রহমন প্রমুখ। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ।

শিবগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: গত ১৩ অক্টোবর বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবে মোলামগাড়ী মাদ্রাসার নামে প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। জা‘মিআ ইসলামিয়া এমদাদুল উলূম (মোলামগাড়ী মাদ্রাসা)- অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওঃ ছামছুল ইসলাম এর ছেলে মাদ্রসার ভাইস প্রিন্সিপাল মুফতী হাসান । লিখিত বক্তব্যে তিনি বলেন

, আমার বাবা অনেক কষ্টে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন। মহান আল্লাহ্ তাআলার অশেষ রহমতে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক ছাত্র আবাসিক-অনাবাসিক লেখাপড়া করছেন এবং এ সমস্ত ছাত্ররা ভালো রেজাল্ট করে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছেন। এই সুনাম নষ্ট করার জন্য একটি মহল মাদ্রাসার বিপক্ষে দাড়িয়েছেন। তিনি বলেন, বিহার ইউনিয়নের সিঙ্গারগাড়ী গ্রামের মুহাম্মাদ আবু

হানিফ গত মঙ্গলবার “মাদ্রাসা প্রতিষ্ঠাতা কর্তৃক ফলজ বাগান দখলের প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্লেখ থাকে যে, হানিফের ধামাহার মৌজার ৫৩৫/১৩২৬ দাগে ১২ শতক জায়গা মাদ্রাসার বাউন্ডারীর ভেতরে অবস্থিত প্রায় ১৫ বছর আগে মৌখিকভাবে একই মৌজার ১৭২১ দাগের জমি প্রতিপক্ষ হানিফের সাথে এওয়াজ বদল করেন। উক্ত জমি মোলামগাড়ী

উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত। স্থানীয় ভাবে আপোষ মিমাংশার চেষ্টা করলেও প্রতিপক্ষরা কোন কর্ণপাত করে না। গত ১৩ অক্টোবর পূর্বের ন্যায় মহিলা-পুরুষ সহ হানিফ এর হুকুমে ১০টি লিচুর গাছসহ ফলদার গাছগুলো তারা কেটে ফেলে। তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম-সুখ্যাতি বহাল রাখা ও বিষয়টির সঠিক তথ্য উদঘাটন করার জন্য প্রসাশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত

বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, এই ১২ শতক ফলজ বাগান নিয়ে একাধিকবার হানিফ কে পরিষদের পক্ষ থেকে নোটিশ প্রদান করলেও তিনি হাজির হন না। এ সময় বিহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম হোসেন ইকবাল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335