বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

শিবগঞ্জে টানা বর্ষার কারণে মৌসুমী ফসল সহ ধানের ব্যাপক ক্ষতি কৃষক দুঃচিন্তাই

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে টানা বর্ষার কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমন ধান সহ মৌসুমী ফসলের ব্যপক ক্ষতি, কৃষক দুঃচিন্তাই। টানা বর্ষার কারণ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুক চিরে বয়ে যাওয়া  করোতোয়া, গাংনই, নাগর নদীর পানি বেড়ে গেছে। এ উপজেলা কৃষি প্রধান, এ উপজেলার মাটি উর্বর হওয়ায় কৃষকরা তাদের জমিতে বিভিন্ন ধরনের শস্য উতপাদন করে উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে।

এ বছর উপজেলার কৃষকরা আমন ধানের পাশাপাশি শীত কালীন সবজি ফুলকপি, বাধা কপি, মূলা, পিয়াজ, মরিচ এর চারা রোপন করে পরিচর্যা করে আসছে। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উপজেলার গুজিয়া, সাদুল্লাপুর, অর্জুনপুর, শ্যামপুর, মাঝপাড়া সহ বিভিন্ন এলাকার নদীর তীরবর্তী জমির ফসল আমন ধান, শীত কালীন সবজি ফুলকপি, বাধা কপি, মূলা, মরিচ এর চারা গাছ ইত্যাদি ফসল পানিতে তলে যায়। ফলে এ উপজেলার কৃষকদের ব্যপক ক্ষতি সাধন হয়েছে।

শিবগঞ্জ সদর ইউনিয়নের কৃষক আব্দুস শামসুল মন্ডল বলেন, আমার জমি করতোয়া নদীর তীরে, এবছর  ৪ বিঘা জমির কপি পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে, কৃষক আলতাব হোসেন বলেন, আবহাওয়া ভালো থাকায় ৩বিঘা জমিতে আমি মৌসুমি ফসল পটল চাষ করে ছিলাম,তা পুরোটাই এখন পানির নিচে, সফিকুল ইসলাম বলেন, আমার ৬ বিঘা জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। আর মাত্র কয়েক দিন তাহলে আমার গোলায় ধানগুলি কেটে তুলতে পারতাম। আরো বেশ কয়েক জন কৃষক জানান, শীত মৌসুমের সবজি ফুল কপি, মূলা, বাধা কপি ও মরিচের চারা নষ্ট হয়েছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ বলেন, উপজেলার কিছু নিচু এলাকার ফসল তলিয়ে নষ্ট হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এ মুহুর্তে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335