শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

খানসামায় ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারী বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার জন্য শুক্রবার (৪সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো:রুবেল ইসলাম জানান, ইউএনও মহোদয় ও তাঁর সরকারী বাসভবনের নিরাপত্তার স্বার্থে ১০জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা অনুযায়ী আপাতত একজন এপিসি ও তিন জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আরো জানান, রবিবার থেকে ইউএনও মহোদয়ের বাসভবনের নিরাপত্তার জন্য দুইজন সশস্ত্র আনসার ও দুইজন সাধারণ আনসার সদস্য মোতায়েন থাকবে।

উল্লেখ্য,গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে জোরালো আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335