বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

ধামইরহাটে হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন

All-focus

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানসহ সকল বিচার বর্হিভূত হত্যাকান্ডে জড়িত সকল ব্যক্তিদের শাস্তি,সার্বজনিন চিকিৎসা ব্যবস্থা চালু এবং বন্যাদূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট বাজার নিমতলীর মোড়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ধামইরহাট

উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকাল প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাসদের আহবায়ক দেবলাল টুডু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদীন মুকুল,রবিউল টুডু,মহাদেব পাহান,ময়না উড়াও,তারামনি উরাও প্রমুখ।

ধামইরহাটে বিনামূল্যে গাছ বিতরণ

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলাকে সবুজ নগরী হিসেবে গড়তে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ শহীদ মিনারে এসব গাছ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। ঢাকাস্থ

পত্নীতলা-ধামইরহাট উপজেলাবাসীর আয়োজনে দু’উপজেলার ২১টি ইউনিয়নে মোট এক হাজার ১শত ৫০টি ফলজ,বনজ এবং ঔষধি গাছ পতিত জমি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হয়।গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,এলজিইডি ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আকতার হোসেন মো.আবাবিল,ফজলে রাব্বী,জাহিদ হোসেন,কোশিক দাস,টিটু প্রমুখ। সবুজ পত্নীতলা ও ধামইরহাট

উপজেলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছন সাবেক সচিব ড.আফসারুজ্জামান, গণস্বাস্থ্যের ট্রাস্টি বোর্ডের সদস্য ড.মঞ্জুর কাদীর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো.আকতার হোসেন,ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড.ফিজার আহমেদ,বাপার যুগ্ম সম্পাদক গ্রীণ ভয়েসের প্রতিষ্ঠাত পরিবেশবিদ আলমগীর কবির, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বমাসুদ রানা পলাশ প্রমুখ।

ধামইরহাটে আইভি রহমানের স্মরণে আলোচনা সভা

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় ওই মাসের ২৪ তারিখে নিহত তৎকালীন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম আইভি রহমানের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আ’লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আবু সুফিয়ান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো.ওবায়দুল হক সরকার,ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

মো.কামরুজ্জামান,উপজেলা মহিলা লীগের সভাপতি আনজু আরা,আ’লীগ নেতা শাহাজাহান আলী,সেচ্ছাসেবকলীগ নেতা সাবুবুর রহমান সাবু,উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু,সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নু,ছাত্রনেতা কাশ্মির আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335