শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে বাল্য বিবাহর হাত থেকে রক্ষা পেল ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল মহাব্বত নন্দীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া (১৫)।জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদ্দিজামান জামান এর নেতৃত্বে শিবগঞ্জ থানার এ.এসআই আবু আফজাল-২ সহ সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ এলাকায় অভিযান চালান। এ সময় বাল্যবিবাহের প্রস্তুতি কালীন সময়ে বর, কনে সহ ১০ জন কে আটক করে।

আটকৃতরা হলেন বর শিবগঞ্জ থানার কৃষ্টপুর গ্রামের মোঃ সেকেন্দার আলীর পুত্র মোঃ মহিদুল ইসলাম (১৯), কনে পোড়ালী গ্রামের আঃ জলিল এর মেয়ে সুমাইয়া (১৫), কৃষ্টপুর গ্রামের ফারুক এর স্ত্রী মর্জিনা (২২), একই গ্রামের রেজাউল এর পুত্র আনোয়ার (২১), আনোয়ার হোসেন এর স্ত্রী পপি আক্তার (২০), পোড়ালী গ্রামের আঃ লতিফ এর স্ত্রী বেবসী (২৬), একই গ্রামের নুনুহাজীর স্ত্রী মেহেরুন্নেছা (৫২), বগুড়া জেলার গাবতলী থানার যাইগুলি গ্রামের আঃ লতিফ এর স্ত্রী মর্সিদা (৪৫), বগুড়া সদর থানার আবু সালেহ এর স্ত্রী মর্জিনা বেগম (৩০)। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ

এসএম বদিউজ্জামান বলেন, বাল্য বিবাহ প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে ১০ জন কে আটক করে থানায় আনা হয়। তিনি আরো বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, বর ও কনে কে অভিভাবকদের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335