শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

ধামইরহাটে দুস্থ্যদের মাঝে বিজিবির সেলাই মেশিন,ভ্যান,ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ

All-focus

মাসুদ সরকার. ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকার ৭০৫ জন অসহায়,গরীব,হতদরিদ্র,প্রতিবন্ধি ও কর্মহীন পরিবারের মাঝে সেলাই মেশিন,ছাগল,ভ্যান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সীমান্তবর্তী বিদিরপুর ফুটবল মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি বলেন,সীমান্তবর্তী শীতলমাঠ ও রাধানগর বিওপি এলাকায় ৭০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। এ ছাড়া ওই ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে ৩টি সেলাই মেশিন,১টি ছাগল এবং ১টি ভ্যান গাড়ী বিতরণ করা হয়। পরস্পরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী দুস্থ্যদের হাতে তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ,বিপিএম,জি। এ সময় উপস্থিত ছিলেন ১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি, ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335